Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি উন্নয়ন কর ও বিভিন্ন ফি

 

হাট-বাজারের ইজারা সংক্রান্ত অন্যান্য শর্তাবলী:

  • হাট-বাজারের জমি স্থায়ী বন্দোবস্ত দেয়া যাবে না৷ সরকারের উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে যে কোনো সময ইজারাদারগণকে উক্ত জমি ছেড়ে দিতে এবং এর উপর নির্মিত অবকাঠোমো নিজ খরচে সরিয়ে নিতে বাধ্য থাকবে মর্মে অংগীকারনামা নিতে হবে৷

  • কর্তৃপক্ষের বিনা অনুমতিতে জমি হস্তান্তর বা জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না৷ কোনরূপ সাব-লজি বা ভাড়া দেয়া যাবে না, এরূপ করা হলে লীজ বাতিল বলে গণ্য হবে৷

  • তোহা বাজারের জন্য হাটের মোট আয়তনের কমপক্ষে অর্ধেক জায়গা সংরক্ষিত রাখতে হবে৷ তোহার বাজার ও গো-হাটের জমি ইজারা দেয়া যাবে না৷

  • হাট-বাজারের আয়তন সম্প্রসারিত হয়ে বৃদ্ধি প্রাপ্ত হলে জেলা প্রশাসক তা বিধি মোতাবেক অধিগ্রহণ করবেন৷ এ কাজে প্রয়োজনীয় মূল্য সংশ্লিষ্ট বাজারের আয় হতে পরিশোধ করতে হবে৷

  • হাট-বাজারের খাস জমি ইজারা প্রদানের সময় পূর্বে অবৈধ দখলকারদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে৷ সে ক্ষেত্রে তাদের নিকট হতে পূর্বের ক্ষতিপূরণ (সুদসহ) আদায় করতে হবে৷ অন্যথায় তারেদ উচ্ছেদ করতে হবে৷